চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৫ রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত

প্রস্তাবিত ২০২৪– ২০২৫ অর্থবছরের বাজেটে ৫টি রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। জয়দেবপুর– ঈশ্বরদী, বগুড়া– সিরাজগঞ্জ, চট্টগ্রাম–কক্সবাজার ডুয়েলগেজ, খুলনা–দর্শনা জংশন ডাবল লাইন নির্মাণ করা হবে। একইসাথে নির্মাণাধীন ঢাকা–টঙ্গী সেকশনের ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী–জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ কাজের এগিয়ে নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে। খবর বাংলানিউজের।

অন্যদিকে স্থগিত থাকা রামু হতে মিয়ানমারের নিকটে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

একইসাথে ২০০ টি ব্রডগেজ গেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ এবং ২০টি মিটারগেজ লোংকামোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *