চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মার্কশিট উধাও, থানায় জিডি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের ট্রাংক থেকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থীদের দুইটি মার্কশিট উধাও হওয়ার ঘটনা ঘটেছে৷
এ ঘটনায় মঙ্গলবার (৪ জুন) রাতে নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোহাম্মদ দিদারুল আলম৷
তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমার অফিস কক্ষে ৩টি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ (মার্কশিট) রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টার দিকে আমি দেখি, ৩টি ট্রাংকের মধ্যে ১টি ট্রাংকের লাগানো তালা নেই।
বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করি।
তিনি আরও বলেন, পরে ৩ জুন (সোমবার) বিকাল ৩টার দিকে ভাঙ্গা ট্রাংকটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের ২ জন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখি ট্রাংকটিতে শিক্ষার্থীদের দুইটি নম্বরফর্দ নেই।
বোর্ডের নির্দেশে নগরের পাঁচলাইশ থানায় আমি একটি সাধারণ ডায়রি করেছি।
এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ করছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি আমরা দেখছি।