খেলা

চড়কাণ্ডকে ডাহা মিথ্যা বললেন বিসিবি সভাপতি

ভারতে হওয়া বিশ্বকাপ আসর হতাশায় কেটেছে বাংলাদেশের। এর মধ্যেই আলোচনায় আসে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ। মূলত, প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে আসর চলাকাীলন নাসুমকে চড় মারেন এমন সংবাদ প্রচার করে দেশের একটি গণমাধ্যম। এর জেরে, শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবিকে আইনী নোটিশও পাঠান এক আইনজীবী। ওই সংবাদে দাবি করা হয়, বিসিবি বস পাপন ঘটনা জানতেন। তবে চড়কাণ্ডকে ডাহা মিথ্যা বললেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (৯ডিসেম্বর) মিরপুর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এসময় তিনি এ কথা বলেন।

পাপন বলেন, আমি কোনোদিনই শুনিনি এমন (চড় মারা) কিছু, যতক্ষণ না একটি টিভিতে প্রচার করা হলো। এখানটায় বলা হয়েছে আমি নাকি জানি। আমি পরে গিয়ে কোচকে আবার শাসিয়েছি… এমন কিছু।

তিনি আরও বলেন, আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *