চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বর্তমান সময়ে সবকিছুই এখন চ্যালেঞ্জিং।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত চবি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীকে অবশ্যই বৈচিত্র্যময় হতে হবে। তার মধ্যে সকল বিষয়ে দক্ষতা থাকবে। সে ভাষাগত দক্ষতায় পারদর্শী হবে। বিজ্ঞান শিক্ষায় পারদর্শী হবে। এজন্য পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করে যেতে হবে। আর তোমরা দেশকে নিয়ে ভাবো। দেশের জন্য কিছু করো। দেশ তোমাকে কী দিয়েছে এটা না ভেবে, তুমি দেশকে কী দিতে পারছো এটা ভাবো। লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। দেশের প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলো যেন আমরা আন্তরিকতার সঙ্গে পালন করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, চবির সায়েন্টিফিক সোসাইটির সদস্যরা সৃজনশীল নাগরিক তৈরিতে কাজ করবে। তোমরা চাকরির পিছনে দৌড়াবে না; বরং সৃজনশীলতা দিয়ে নতুন নতুন চাকরি সৃষ্টি করবে।

এ সময় আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. লাইলা খালেদা। এ ছাড়া অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকান, চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলমসহ সংগঠনের অ্যালামনাই সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রওনাক রওশন ফিহা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসএম মুশফিক হাসান ও ঐশ্বর্য চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *