চন্দনাইশে পুলিশের ঘরে চুরি!
চোর ধরতে দিবানিশি ঘুরে বেড়ান যিনি, তাঁর ঘরেই হানা দিয়েছে চোরের দল! আলমারি, বিছানা, শোকেজ সব তছনছ। চট্টগ্রামের চন্দনাইশে এক পুলিশ সদস্যের ঘরেই এ কাণ্ড।
এম দস্তগির হোসাইন চৌধুরী নামে পুলিশের ওই উপ-পরিদর্শক কক্সবাজারের বাহারছড়া তদন্ত কেন্দ্রে কর্মরত। উপজেলার বরকল ইউনিয়নে কানাইমাদারী খলিফা পাড়া এলাকায় তাঁর বাড়ি থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৩ হাজার টাকা খোয়া গেছে চোরের হাতে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চন্দনাইশ থানায় মামলা করেছেন তাঁর মা লায়লা বেগম।
ভুক্তভোগী পুলিশ সদস্য দস্তগীর চৌধুরী বলেন বলেন, ‘আমি চাকরির সুবাদে কক্সবাজার থাকি। কিন্তু আমার মা গ্রামের বাড়িতে থাকেন। গত রবিবার মা আমার কাছে কক্সবাজার গিয়েছিলেন। এই সুযোগে বাড়িতে এমন চুরির ঘটনা ঘটেছে। গত ১২মে বিকাল থেকে ১৩মে সকাল পর্যন্ত যে কোন সময়ে আমার ঘরের মেইন গেইট তালা ও আলমারি ভেঙ্গে চোরের দল প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৩ হাজার টাকা নিয়ে গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার উপ-পরিদর্শক মো. নুর আমজাদ হোসেন বলেন, চুরির ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।