চন্দনাইশে ১০ দোকানিকে ৫৯ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের চন্দনাইশে ১০ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) চন্দনাইশ পৌরসভার সদর বাজার ও বৈলতলী ইউনুছ মার্কেট বাজারে অভিযান চালিয়ে তাদের ৫৯ হাজার টাকা জরিমানা করেন।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই অভিযান পরিচালনা করেন।
পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও বেশি দামে পণ্য উর্ত্তীণ পণ্য বিক্রি ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল, ইলিয়াছ ষ্টোর, এম এ হাকিম ষ্টোর, জাফর ষ্টোর, মক্কা মদিনা ষ্টোর, ফজল করিম (চায়ের দোকান), পারভীন ষ্টোর, বৈলতলী ইউনুছ মার্কেট বাজারের মোহা. ইউছুপ, বিকাশ ষ্টোর, হাজী মোতালেব এন্ড সন্স ও ফোরক ষ্টোর।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।