চন্দ্রনাথ মন্দিরের পবিত্রতা রক্ষার আহ্বান
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির সনাতন সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান। সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হীন চক্রান্তে সনাতন সম্প্রদায়ের পবিত্র এই তীর্থ স্থানের পবিত্রতা চরমভাবে নষ্ট হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
মঙ্গলবার (২রা জানুয়ারি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সাম্প্রদায়িক গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হীন চক্রান্তে সনাতন সম্প্রদায়ের পবিত্র এই তীর্থ স্থানের পবিত্রতা চরমভাবে নষ্ট হচ্ছে বলে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা অবগত হয়েছি। এই প্রেক্ষিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপিতে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মন্দিরের পবিত্রতা রক্ষার জোর দাবি জানায় পূজা উদযাপন পরিষদ।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের ‘নারায়ে তাকবির’ স্লোগান ও মন্দিরের দরজায় পা দিয়ে ‘কুংফু’ স্টাইলে ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় শুরু হয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই তীর্থস্থানে সম্প্রতি ‘বিফ বার-বি-কিউ পার্টি’ করতে ফেসবুকে একটি গ্রুপ খুলে প্রচারণাও করা হয়।