চট্টগ্রাম

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯০ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের চট্টগ্রাম বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

এর মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয় ৪৫ মিনিট এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয় ৪৫ মিনিট।

‘খ’ ইউনিটের চবি কেন্দ্রের সমন্বয়ক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বাংলানিউজকে বলেন, ‘খ’ ইউনিটে চবি কেন্দ্রে ৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৯০ দশমিক ৯১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৭৪৫ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৯ শতাংশ।

এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার্থী মোট ২ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করছে।

এ বছর ঢাবির ৩ ইউনিটের পৃথক পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে অংশ নিবেন ২২ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *