চট্টগ্রাম

চবির বিভাগভিত্তিক কোন ইউনিটে কত আসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ থেকে। গত ৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এখন পর্যন্ত ছাড়িয়েছে দেড় লক্ষাধিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। যার মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীনে আসন রয়েছে ৭৩৭টি।

‘এ’ ইউনিট বিজ্ঞান :অনুষদভুক্ত এই ইউনিটটিতে ৫টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ২২টি। পদার্থবিদ্যা, রসায়ন গণিত ও পরিসংখ্যানে ১১০টি এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ৩০টি আসন রয়েছে সাধারণ আসনে। ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ফরেস্ট্রিতে ৪০টি ও পরিবেশ বিজ্ঞানে ৩৫টি আসন রয়েছে। জীববিজ্ঞান অনুষদের অধীন ৯টি বিভাগ রয়েছে। এতে প্রাণিবিদ্যা বিভাগে ১০০টি, উদ্ভিদবিজ্ঞানে ১০০টি, ভূগোল ও পরিবেশবিদ্যায় ৪০টি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানে ৪০টি, মাইক্রোবায়োলজিতে ৪০টি, মৃত্তিকা বিজ্ঞানে ৫০টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ৩৫টি, মনোবিজ্ঞান বিভাগে ২৫টি এবং ফার্মেসি বিভাগে ৩০টি আসন রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের দুটি বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬৫টি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫টি আসন। এছাড়া মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে বিভাগ রয়েছে ৩টি। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস ৪০টি, ওশানোগ্রাফি ও ফিশারিজে ২৫টি করে আসন রয়েছে। ‘এ’ ইউনিটে মোট সাধারণ আসন ১২১৫টি। ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় বাংলা ১০, ইংরেজি ১৫ এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীব বিজ্ঞান থেকে ৭৫ নম্বরের প্রশ্ন করা হয়। এর মধ্যে ন্যূনতম পাস নম্বর হলো, বাংলায় ০৩, ইংরেজিতে ০৪ এবং সর্বমোট ৪০ নম্বর পেতে হবে।

‘বি’ ইউনিট ও ‘বি–১’ উপ– ইউনিট :

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এ দুটি ইউনিটে ১৬টি বিভাগের অধীনে মোট ১২২১টি আসন রয়েছে। এর মধ্যে বাংলায় ১১০টি, ইংরেজিতে ১১০টি, ইতিহাসে ১২০টি, দর্শনে ১২০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১২০টি, আরবিতে ১২০টি, আধুনিক ভাষা ইন্সটিটিউটে ৪১টি, ফারসি ভাষা ও সাহিত্যে ৫০টি, পালিতে ৮৫টি, সংস্কৃতে ৭০টি, ইসলামিক স্টাডিজে ১২০টি, ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চে ১০৫টি, বাংলাদেশ স্টাডিজে ৫০টি, নাট্যকলা ৩৫টি, চারুকলায় ৬০টি এবং সংগীত বিভাগে ৩০টি আসন রয়েছে। ‘বি’ ইউনিটের ইউনিটের মানবণ্টন বাংলায়/ ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০ ও সাধারণ জ্ঞান ৪০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। যার মধ্যে পাস নম্বর বাংলা ০৭, ইংরেজি ০৬ ও সাধারণ জ্ঞানে ১৩, সবমিলিয়ে ৪০ নম্বর পেতে হবে। অন্যদিকে ‘বি–১’ উপ ইউনিটের জন্য বাংলা ২৫, ইংরেজি ২৫ ও সাধারণ জ্ঞান ৫০ নম্বরের প্রশ্ন হবে।

‘সি’ ইউনিট :

ব্যবসায় অনুষদভুক্ত এই ইউনিটটিতে সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এতে ৬টি বিভাগে মোট আসন সংখ্যা ৬৪০টি। এর মধ্যে একাউন্টিংয়ে ১১০টি, ম্যানেজমেন্টে ১১০টি, ফাইন্যান্সে ১১০টি, মার্কেটিংয়ে ১১০টি। এই ইউনিটের ৪টি বিভাগে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ৫৫টি, বিজ্ঞান বিভাগের জন্য ৪৪টি এবং মানবিক বিভাগের জন্য ১১টি করে আসন রয়েছে। অন্য দুটি হলো– ইউমি্যান রিসোর্স ম্যানেজমেন্ট ১০০টি ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সে ১০০টি আসন রয়েছে। এতে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ৫০, বিজ্ঞান ৪০ এবং মানবিক ১০টি করে আসন। ‘সি’ ইউনিনের মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলে ৩৫টি, অ্যানালিটিক্যাল স্কিলে ১৫টি এবং প্রবলেম সলভিং স্কিলে ১৫টিসহ ৬৫টি প্রশ্নে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৩৫টি প্রশ্নের মান ২ নম্বর করে ৭০ এবং ৩০টি প্রশ্নের মান ১ নম্বর করে ৩০ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রবলেম সলভিং স্কিল অংশের ১৫টি প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই থাকবে এবং বাকি প্রশ্নগুলো থাকবে ইংরেজি মাধ্যমে। প্রতিটি ১ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে ও ২ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কর্তন করা হবে। এর মধ্যে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলে ১৩, অ্যানালিটিক্যাল স্কিলে ১০ এবং প্রবলেম সলভিং স্কিলে ১০ মিলিয়ে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

‘ডি’ ইউনিট ও ‘ডি–১’ উপ ইউনিট : সামাজিক বিজ্ঞান অনুষদের আইন অনুষদভুক্ত ও শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটে বিভাগ রয়েছে ১১টি। মোট আসন ৯৮৮টি। এর মধ্যে অর্থনীতিতে ১৩২টি, রাজনীতি বিজ্ঞানে ১৩২টি, সমাজতত্ত্বে ১৩২টি, লোকপ্রশাসনে ১৩২টি, যোগাযোগ ও সাংবাদিকতায় ৬০টি, নৃবিজ্ঞানে ৮৫টি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৮৫টি, ডেভেলপমেন্ট স্টাডিজে ৩০টি, ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্সে ৩০ ও আইন বিভাগে রয়েছে ১১৫টি আসন। এছাড়া ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে রয়েছে ৩০টি আসন। এ ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মানবন্টন–বাংলা/ ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, বিশ্লেষণ দক্ষতা ২০ এবং সাধারণ জ্ঞান ২০ নম্বরের প্রশ্ন হবে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজি ১০, বিশ্লেষণ দক্ষতা ৮ ও সাধারণ জ্ঞান ৮ সর্বমোট ৪০ পেতে হবে। অন্যদিকে আইন বিভাগের জন্য বাকিগুলো একই থাকবে তবে বিশ্লেষণ দক্ষতায় ৭ নম্বর পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *