চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবির সিনেট সদস্য হলেন চট্টগ্রামের ৫ এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ৫ জুনের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনীত নতুন ৫ সিনেট সদস্য হলেন- চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম-২ আসনের খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ আসনের এসএম আল মামুন এবং চট্টগ্রাম-১ আসনের মাহাবুব উর রহমান।

সিনেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করেন।

এছাড়া উপ-উপাচার্য, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত ৫ জন সংসদ সদস্য, চ্যান্সেলর মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা প্রতিষ্ঠানের পাঁচজন, পদাধিকারবলে একজন সদস্য, রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটবৃন্দ মনোনীত ২৫ জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচিত ৩৩ জন, সচিব এবং পাঁচজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট বডি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *