চবির ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্কলিত বাজেট ৪৩৯ কোটি ১৬ লাখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রাক্কলিত ৪৩৯ কোটি ১৬ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চবি ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৬০ তম যৌথ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, গবেষণা, উদ্ভাবন ও সফলতার ভিত্তিতে টাইমস এবং কিউএস দুটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সেরাদের তালিকায় স্থান পেয়েছে চবি।
দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ভৌত অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শিক্ষা-গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছি। যার ফলে দৃশ্যমান ফলাফল আসতে শুরু করেছে।
এসময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সভায় চবির ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন। যা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।