চবি শিক্ষকের বিরুদ্ধে ‘গণহত্যা’ সমর্থনের অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে অব্যাহতি প্রদান অথবা তার পদত্যাগ চেয়েছেন অনুষদের শিক্ষার্থীরা। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে ‘গণহত্যা’কে সমর্থন এবং ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান সব ব্যাচের শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ডিন বরাবর এমন অভিযোগ জানিয়ে একটি আবেদন করেন।
ওই শিক্ষককে অব্যাহতি প্রদান অথবা ২৪ ঘণ্টার মধ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা না দিলে শিক্ষার্থীরা আন্দোলন করারও হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘শিক্ষার্থীরা একটি আবেদন করেছে। আমি সেটা গ্রহণ করেছি। এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তদন্ত হবে; এরপর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।’