চবি সাংবাদিক সমিতি ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চবি সাংবাদিক সমিতি ২৭ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির এবারের স্লোগান ‘আটাশে চবিসাস, প্রাণখোলা উচ্ছ্বাস’।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাকসুর সামনে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। চবি সাংবাদিক সমিতির দীর্ঘ এ যাত্রা যেমন গৌরবের, তেমনি ছিলো কঠিন।
চবিসাসের সাংবাদিকদের কলমে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দুর্নীতি ও অনিয়ম। এমনকি সত্য সংবাদ প্রকাশ করায় ২০১৪ সালে মামলাও হয়েছিল সমিতির তৎকালীন অর্থ সম্পাদক ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে। এছাড়া চলতি বছরেও অন্তত ৪ বার সাংবাদিকরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন। তবে এসব মামলা-হামলায় কখনোই দমে যায়নি চবিসাস। বরং আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষায় সময়োপযোগী ভূমিকা রেখেছে প্রতিটি ঘটনায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতায় অপরাধ, রাজনীতি, পরিবেশ, বাণিজ্য, গবেষণা, আইন, উদ্ভাবনসহ জাতীয় প্রেক্ষাপটের প্রায় সব বিষয়ে ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ হয় হাতে-কলমে। হুমকি, চাপ কিংবা আনন্দ- সব অভিজ্ঞতাই হয় এখানে। বলা যায়, ছাত্রজীবনে অন্য যেকোনও পেশায় গিয়ে এমন অভিজ্ঞতা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ছোট ছোট হাতগুলোই গড়ে তোলে বিচিত্র সব স্বপ্ন। যে স্বপ্নের ডানায় ভর করে চলে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী।
২৭ বছর ধরে ব্যালট-ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করে আসছে চবিসাস। প্রতিবছর গণতান্ত্রিক পদ্ধতিতে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সংবিধান অনুযায়ী এক বছর আগে সমিতির সদস্য পদ লাভ করেছেন এমন সকল সদস্যই নির্বাচনে অংশ নিতে পারেন।
১৯৯৭-৯৮ সেশনে সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আহমেদ করিম এবং সাধারণ সম্পাদক ছিলেন আবদুল মালেক। বর্তমানে সমিতির ২৪তম কমিটি দায়িত্ব পালন করছে। চবিসাসের বর্তমান সভাপতি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক ইমাম ইমু। এ সংগঠনের রয়েছে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ। সমিতির বর্তমান সদস্য ৩১ জন। দেশসেরা প্রায় সকল পত্রিকা এবং নিউজ এজেন্সিতে কাজ করছে চবিসাসের সদস্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা হিসাবে পদাধিকারবলে দায়িত্বে থাকেন চবি উপাচার্য। বর্তমানে চবিসাসের প্রধান উপদেষ্টা চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়াও পদাধিকারবলে চবিসাসের উপদেষ্টা হিসেবে রয়েছেন- চবি উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি, তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মনোনীত দুইজন সদস্য।