চট্টগ্রামস্বাস্থ্য

চমেকে সরকারি ঔষধ পাচারকালে চতুর্থ শ্রেণীর কর্মচারী আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বিপুল সরকারি ওষুধ পাচারকালে একজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৫’ডিসেম্বর) সকাল ১১ টায় হাসপাতালের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে আউটডোর বিল্ডিংএ এর সামনে থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সঙ্গে জড়িত।

আটক ব্যাক্তি হলেন হাঁসপাতালের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী মো: আজিজুর রহমান (৪৫), তার পদবী এমএলএসএস।

জানা গেছে, আটক ব্যাক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ চুরি করে বাহিরে বিক্রি করেন। আজ সকালে বের হওয়ার সময় সন্দেহ হলে আনসার সদস্য ও পুলিশ সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি হাসপাতালের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ঔষধের অনুমানিক দাম ২০০০০/২৫০০০ টাকা হবে বলে হাসপাতালের ঔষধ স্টোর অফিসার হুমায়ূন কবির এর সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *