চট্টগ্রামনগরজুড়েস্বাস্থ্য

চমেক ও ওজিএসবি উদ্যোগে সাইন্টিফিক সেমিনার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ও অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) উদ্যোগে আয়োজন করা হয়েছে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা।

শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এ সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড ষ্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশের (এফএসএসবির) প্রেসিডেন্ট অধ্যাপক পারভিন ফাতেমা, জেনারেল সেক্রেটারি অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, ওজিএসবি চট্টগ্রাম ব্রাঞ্চের সভাপতি অধ্যাপক কামরুন নেসা রুনা, জেনারেল সেক্রেটারি অধ্যাপক শর্মিলা বড়ুয়া, প্রাক্তন সভাপতি অধ্যাপক শামীমা সিদ্দিকা ও অধ্যাপক রওশন মোরশেদ।

ওজিএসবি চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে ইনফার্টিলিটি বিষয়ক এ সাইন্টিফিক সেমিনারে আরও অতিথি ছিলেন ওজিএসবি চট্টগ্রাম শাখর প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রওশন মোরশেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওজিএসবি চট্টগ্রাম শাখার ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
সেমিনারে বক্তারা ইনফার্টিলিটি চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাফল্যের প্রশংসা করেন এবং আরো উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সাহায্যের প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, নিঃসন্তান নারীদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে গর্ভধারণের সক্ষমতা প্রদানের লক্ষ্যে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধীনে চালু করা হয় ইনফার্টিলিটি ইউনিট। বিগত দুই বছর ধরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বেশ সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটি। সন্তান লাভের আশায় মহিলাদের যাতে চট্টগ্রামের বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যে ফার্টাইল রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে গত ২৫ অক্টোবর চালু করা হয় আইইউআই পদ্ধতি।

আরো পড়ুনঃ ভবন হেলে পড়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *