চট্টগ্রামস্বাস্থ্য

চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ, যুক্ত হচ্ছে ১০ শয্যার আইসিইউ

ব্রেইন টিউমারসহ মস্তিস্কের ক্ষতিগ্রস্ত রোগীদের সেবায় ১০ শয্যার সমন্বিত আইসিইউ চালু হচ্ছে চমেক হাসপাতারের নিউরো সার্জারি বিভাগে। ইতোমধ্যে পৃথক এ আইসিইউ শয্যা স্থাপনের কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে শয্যা স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হওয়ার পর আগামী মাসে চালু হতে পারে বিভাগটির নিজস্ব আইসিইউ ওয়ার্ডটি। ফলে রোগীদের সেবাদান আরও সহজ হয়ে ওঠবে।

জানা গেছে, চট্টগ্রামের শিল্প গ্রুপ প্যাসিফিক জিন্সের ‘আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশন’র সহযোগিতায় চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে বসানো হচ্ছে পৃথক ১০ শয্যার আইসিইউ। যাতে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হচ্ছে। হাসপাতালের ৬ষ্ঠ তলার নিউরো সার্জারি ওয়ার্ডের শেষ প্রান্তের একটি কক্ষে গড়ে তোলা হচ্ছে এ ওয়ার্ডটি। পাশাপাশি নতুন করে স্থাপন করা হচ্ছে নতুন আরেকটি জরুরি অস্ত্রোপচার কক্ষ। ফলে মস্তিষ্কজনিক রোগীদের দ্রুত অস্ত্রোপচারের পাশাপাশি আইসিইউ সাপোর্টও পাওয়া যাবে খুব স্বল্প সময়ের মধ্যেই।

চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম বলেন, ব্রেইনের অস্ত্রোপচারের পর রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। এতদিন আইসিইউ ওয়ার্ডে রোগীদের নিয়ে যাওয়া হতো। যেহেতু পুরো হাসপাতালের রোগীরা সেখানে থাকতো, তাতে শয্যার সংকটও তৈরি হতো। তবে নতুন করে ওয়ার্ডের মধ্যেই পৃথক ১০টি আইসিইউ শয্যা স্থাপনের কাজ চলমান। চালু হলে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সেবা আরও এগিয়ে যাবে। আইসিইউ শয্যার সংকটও ঘুচবে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। আশা করছি শীঘ্রই শয্যা স্থাপন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে।’

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনাসহ প্রতিদিন মস্তিস্কের আঘাতজনিত বিভিন্ন জটিল রোগ নিয়ে নিউরো সার্জারি বিভাগে ভর্তি হন বহু রোগী। কিন্তু একদিকে আইসিইউ শয্যা সংকট, অন্যদিকে অস্ত্রোপচার কক্ষে অপ্রতুলতার কারণে রোগীদের অস্ত্রোপচার করতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। যার কারণে অস্ত্রোপচার করতে মাসের অধিক অপেক্ষা করতে হচ্ছে একজন রোগীকে। এ জন্য বিভাগটির মধ্যেই পৃথক আইসিইউ শয্যার পাশাপাশি জরুরি অস্ত্রোপচার কক্ষ গড়ে তোলার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যাতে এগিয়ে আসে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি।

চমেক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘রোগীদের স্বার্থে নিউরো সার্জারি বিভাগে পৃথকভাবে ১০টি আইসিইউ শয্যা স্থাপনের ব্যবস্থা করছে প্যাসিফিক জিন্সের ‘আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশন’। শয্যাসহ যাবতীয় কার্যক্রম ফাউন্ডেশনের উদ্যোগে করা হচ্ছে। ইতোমধ্যে আইসিইউ শয্যাসহ যাবতীয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য কার্যক্রম চলছে। আশা করছি আগামী মাসেই চালু করতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *