চলতি বছরে থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু
চলতি বছরে থাইল্যান্ডে হিটস্ট্রোকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকার। এছাড়া দেশজুড়ে জারি করা হয়েছে নতুন হিট অ্যালার্ট।
থাই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই বছর পহেলা জানুয়ারি থেকে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত তীব্র দাবদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। যেখানে গত বছরে মোট মৃত্যু হয়েছিল ৩৭ জনের।
রাজধানী ব্যাংককে এ বছর তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠার সম্ভাবনা থাকায়, তীব্র হিট অ্যালার্ট জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। গতকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
চলতি সপ্তাহে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। ফলে বন্ধ ঘোষোণা করা হয়েছে সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে চলছে বৃষ্টির জন্য প্রার্থনা।