চট্টগ্রামনগরজুড়ে

চাঁদা দাবিতে চান্দগাঁওয়ে বৃদ্ধকে মারধর, গ্রেপ্তার ৩

নগরীর চান্দগাঁওয়ে চাঁদার দাবিতে মো. আবু ছৈয়দ নামে ৭১ বছর বয়সী বৃদ্ধকে আটকে রেখে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন সাহিমা আক্তার ওরফে সুমি (২২), লাকী আক্তার (২০) ও জুলেখা খাতুন (৫২)।

শনিবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির। অভিযুক্তদের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা চুনারটাল শাহ আমানত স্টোরের পশ্চিম পাশের মনু সওদাগরের বিল্ডিংয়ের ৩য় তলা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহিমা আক্তার সুমি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন এলাকার সুনামপুর ফকির বাড়ির মো. সোহাগ মিয়ার স্ত্রী, লাকী আক্তার চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ৭ নম্বর ইউনিয়নের জুলধা এলাকার নজরুল্লা হাজী বাড়ির নুর মোহাম্মদের মেয়ে ও জুলেখা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন ঝিন্নাতপুর, কড়ইবাড়ী এলাকার তারোক মেম্বারের বাড়ির মৃত ছন্দু মিয়ার স্ত্রী।

ভিকটিম মো. আবু ছৈয়দ (৭১) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও জেলার ৫নং ওয়ার্ডের পূর্ব মোহরা দেওয়ান মহসিন রোডের আবুদুর রশিদ কেরানী বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *