চাঁদা না পেয়ে হত্যা, ২২ বছর পর গ্রেপ্তার
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে হত্যা করে দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন আসামি। তবে শেষ রক্ষা হয়নি; চট্টগ্রাম নগরে লুকিয়ে থাকতে এসে ধরা পড়েছে র্যাবের হাতে। সোমবার (১ জুলাই) দুপুর ১টার দিকে নগরের বাকলিয়া দারুল আমান আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল গাফ্ফার কক্সবাজার লারপাড়া এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।
র্যাব জানায়, ২০০২ সালের ৩০ জুন আসামি আব্দুল গাফ্ফার এবং তার অন্যান্য সহযোগীরা কক্সবাজার জেলার সদরের বাসস্টেশন এলাকায় চাঁদা আদায়কালে ভিকটিম মো. আখতার হোসেন চাঁদা দিতে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়। পরদিন ১ জুলাই আখতার হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. শরিফ-উল-আলম জানান, কক্সবাজার সদর থানার এক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রাম নগরের বাকলিয়ার দারুল আমান আবাসিক এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আইন শৃংঙ্খলা বাহিনীর কাছে থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আব্দুল গাফ্ফার। সর্বশেষ বাকলিয়া এলাকায় অবস্থান করছিল বলে জানায়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।