চাঁদের গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
খাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৮ মাইল এলাকায় চাঁদের গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী পর্যটকবাহী চাঁদের গাড়ি সিএনজিকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মারা যায় সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন। আহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে।
তারা সবাই চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে ফিরছিলেন। ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। নিহত ও আহতদের সবার বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায়।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, দুই চালক পলাতক। দু’টি গাড়ি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পোস্ট মর্টেম শেষে পরিবার কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।