চাকরি জাতীয়করণ না হলে আনসার বাহিনী বিলুপ্ত করে দিন : সমাবেশে বক্তারা
চাকরি জাতীয়করণ না করলে পুরো আনসার বাহিনী বিলুপ্ত করে দেওয়ার কথা জানিয়েছেন এ বাহিনীর সদস্যরা। জাতীয়করণের দাবিতে ফের আন্দোলনে নেমে তাদের যেসব অসুবিধা হয় সেই প্রসঙ্গও তুলে ধরেন তারা।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় সরকারি-বেসরকারি অফিসে পদায়ন করা সাধারণ আনসাররা দলে দলে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
সমাবেশে বিক্ষুব্ধ আনসার সদস্যরা বলেন, আমরা একেবারে রাস্তার সঙ্গে মিশে গেছি। আমাদের মারতে মারতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। আমাদের আগে যে রেশন দিতো ১২৫ টাকা করে, সেই রেশনের জন্য কয়েকমাস ধরে কাটছে ৫৮৫ টাকা। এরপরও বেতন থেকে কর্তন করা হচ্ছে। ২০ পারসেন্ট (শতাংশ) হারেতো প্রতি মাসে কাটছে। এসব টাকার কোনো হদিস নাই। আমরা এসব বৈষম্যের মধ্যে বাঁচতে চাই না। প্রয়োজন হলে আমাদের জাতীয়করণ করুক; না হয় এ বাহিনী বাদ দিক।
এক আনসার সদস্য বলেন, ‘স্বৈরাচার সরকারের যখন পতন হয়েছিল, তাদের দোসর পুলিশ, র্যাব যখন পালিয়েছিল; তখন আমরাই জনগণের নিরাপত্তা বিধানে রাস্তায় ছিলাম। এখন আমাদের অবহেলা করা হচ্ছে। আমাদের ন্যায়সঙ্গত দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’