চান্দগাঁওয়ে ছিনতাইকৃত ল্যাপটপ-টাকাসহ গ্রেপ্তার ৩
চান্দগাঁওয়ে ছিনতাইকৃত ল্যাপটপ ও টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার ( ৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার সময় বায়েজিদ থানার খলিল শাহ মাজার সংলগ্ন দিদার কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন হোসেন (২৫), মো. রাকিব (২৫) এবং জসিম উদ্দিন (২৫)।
তিনি জানান, গত ২৯ নভেম্বর রাতে বহদ্দারহাট পেপসি কোম্পানির কাছে পেট্রোল পাম্প এলাকায় বাদী মো. মাহাবুবুল আলমের ছেলের কাছ থেকে ৩/৪ জন ছিনতাইকারী ভয় দেখিয়ে ১টি ল্যাপটপ, মোবাইল ফোন, তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল হতে সিসি ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আজ দুপুরে খলিল শাহ মাজার সংলগ্ন দিদার কলোনি থেকে মো. ইমন হোসেন (২৫), মো. রাকিব (২৫), জসিম উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১টি ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা উদ্ধার করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।