চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ডিপো মালিককে জরিমানা
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় রবিউল ইসলাম নামের এক ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পারুলিয়া মৎস্য সেড সংলগ্ন রবিউল ইসলামের আশিক ফিস নামের রপ্তানিযোগ্য চিংড়ির ডিপোতে অভিযান চালান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে অপদ্রব্য পুশ করা গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, এ ডিপোটিতে সন্ধ্যার পরে গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিসারদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিপো মালিক রবিউলকে ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে। এবং অপদ্রব্য পুশ করা গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করার আদেশ দেওয়া হয়।