চিকিৎসক হত্যা: ছাত্রলীগ নেতা নিশানসহ দুই জনের ৫ দিনের রিমান্ড আবেদন
নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যার ঘটনায় কারাগারে থাকা চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুর ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন এ আবেদন করেন।
এর আগে বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজিব হোসেন বলেন, চিকিৎসক কোরবান আলী হত্যার ঘটনায় কারাগারে থাকা আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুর ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আগামী রোববার (৩০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এদিকে বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা গোলাম রসুল নিশানের অনুসারী ইউসুফ বাবু জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ফিরোজশাহ কলোনির ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েছিলেন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। গত ১০ এপ্রিল একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গত ৬ এপ্রিল আকবর শাহ থানায় আলী রেজা একটি মামলা করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। এই মামলায় আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।