চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
শুক্রবার সকালে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৮ ডিগ্রিতে। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহও হতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। তাপমাত্রা আরো নিচে নামতে পারে। শৈত্যপ্রবাহও হতে পারে।
এদিকে, তাপমাত্রা অনেক কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। শীতে নিম্ন আয়ের মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। সন্ধ্যা থেকে ভোর অবধি থাকছে ঘন কুয়াশা।