দেশজুড়ে

চোরাই মোবাইল-চোরাচালান পণ্যসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ভারতীয় চোরাই মোবাইল বাংলাদেশে ও বাংলাদেশের চোরাই মোবাইল ভারতে বিক্রিসহ চোরাচালান কারবারে জড়িত থাকার অভিযোগে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভারত থেকে চুরি করে নিয়ে আসা ২১টি মোবাইল, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রিপিসসহ বুধবার রাতে তাদের আটক করে ডিবি লালবাগ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তি জানান, দীর্ঘদিন ধরে একটা চক্র বাংলাদেশ থেকে স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করতো। আবার ভারতে চুরি যাওয়া কিছু মোবাইল বাংলাদেশে এনে বিক্রি করতো।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তদন্তে এ রকম একটি চক্রের সন্ধান মেলে রাজধানীর বাড্ডায়। সেখানে অভিযান পরিচালনা করে ভারত থেকে আনা চোরাই ২১টি মোবাইলসহ অনেক চোরাচালান পণ্য জব্দ করা হয়। আজ দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *