জাতীয়

ছাগলকাণ্ড নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন এনবিআর চেয়ারম্যান

রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মুশফিকুর রহমান ইফাত ও তার বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে এ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকরা ছাগলকাণ্ড নিয়ে প্রশ্ন করলে তা তিনি এড়িয়ে যান।

ছাগলকাণ্ড নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, “আমি কারোর প্রশ্নের জবাব দিব না। এটা কোনো প্রশ্ন নয়।”

এদিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানিয়েছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, “ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না। সে আমার সন্তান নয়। আমার নাম জড়ানোয় আমি ও আমার পরিবার অনেক বিব্রত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *