চট্টগ্রামরাজনীতি

ছাত্রদের মারধর : চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগ নেতা ধরা

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহসিন নাসের আকিলকে আটক করেছে পুলিশ। ছাত্রদের মারধরের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে আকিল চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে ছাত্রদের সাথে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ছাত্ররা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় চকবাজার থানা পুলিশের হাতে তাকে তুলে দেন। আকিলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর।

চট্টগ্রাম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইবনে হোসাইন পূর্বকোণকে জানান, সকালে আমরা ছিলাম বাজার মনিটরিংয়ের কাজে। এ সময় তাহসিন নাসের আকিলকে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কলেজের ড্রেস ও আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ করতে চাইলে দারোয়ানের সাথে কথা কাটাকাটি হয়। পরে সে সমাজ বিজ্ঞান বিভাগে গেলে সেখানে তার সহপাঠীরা বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্রদের বিপক্ষে গিয়ে মুরাদপুর ও নিউমার্কেটে অবস্থানে বিষয়ে প্রশ্ন তুললে সেখানে দু’পক্ষের হাতহাতি ঘটে। এ সময় নওশেদ জামান তানভীর নামে এক সাধারণ ছাত্রের মাথা ফাটে ও বেলাল নামে একজন হাতে আঘাত পান। পরে আমি (ইবেন হোসাইন), হামীম আবদুল্লাহ ও শাকিবুল ইসলাম কলেজে গিয়ে তাকে নিয়ে যাই কলেজ প্রিন্সিপালে রুমে। সেখানে তার রিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার প্রমাণ দেখালে সেখান থেকে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *