ছাত্রলীগের রাজনীতিতে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল হবে: সাদ্দাম
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই তরুণদের আইকন। স্মার্ট বাংলাদেশের ব্র্যান্ড আইকন হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রলীগের ইতিহাস দাবিয়ে রাখতে না পারার ইতিহাস, বিজয়ের ইতিহাস।
মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে আমরা ছাত্রলীগের কর্মীরা বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি। কুমিল্লা গোটা বাংলাদেশের লড়াইয়ের ফল। আর, পলিটিক্যাল ক্যারিয়ার নয়, একাডেমিক ক্যারিয়ারিকে ছাত্রলীগ সবার আগে প্রাধান্য দেয়। শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি কিংবা মেয়েটি ছাত্রলীগ করবে, সেই অবস্থানে ছাত্রলীগকে নিয়ে যেতে হবে। বাবা মায়েরা যাতে গর্ব করে বলতে পারে, আমার ছেলে কিংবা মেয়ে ছাত্রলীগ করে। শিক্ষার্থীদের জন্য অনিন্দ্য সুন্দর স্মৃতি উপহার দিবেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের রাজনীতি আসলে শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল হবে।
শনিবার (১১ মে) কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সাদ্দাম হোসেন আরো বলেন, তরুণদের দক্ষতাবৃদ্ধির জন্য ছাত্রলীগকে কাজ করতে হবে। বাংলাদেশের তরুণদের হতে হবে বিলিয়ন ডলার উদ্যোক্তা। ২০০৬ সালে বিএনপি জামায়াত বাজেট দিয়েছিলো ৬১ হাজার কোটি টাকা, আর শেখ হাসিনা সরকার এখন বাজেট দেয় লক্ষ লক্ষ কোটি টাকা। সরকারী চাকরিকে মেধাভিত্তিক করেছে শেখ হাসিনা সরকার।
সরকারি চাকরি এখন কৃষকের ছেলেরাও করতে পারে এক টাকা খরচ না করে। মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে আনন্দনির্ভর সৃজনশীল শিক্ষাব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা সরকার। ফিলিস্তিনিদের প্রতি যে অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিবাদ জানাই।
এসময়, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লার মানুষ আজ অপশক্তির পক্ষে। আজ কুমিল্লার মানুষ ঐক্যবদ্ধ। আর কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ। কুমিল্লা মহানগর ছাত্রলীগ বিগত দিনের মতো আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করবে এই আশা করি।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
এর আগে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।
সম্মেলনে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুকের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত, সহ- সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক নূরন্নবী প্রিন্স, উপ বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দীপু, উপ-কারিগরী শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রূহুল আমিনসহ প্রমুখ।