ছাত্রলীগ নেতা আসিফের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের মাঠ থেকে সরাসরি শাক-সবজি কিনে তা ন্যায্যমূল্যে বিক্রি করছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইসতিয়াক বিন আসিফ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মঙ্গলবার (৫’ডিসেম্বর) নগরীর হামজারবাগ মোড়ে ন্যায্যমূল্যে এসব সবজি বিক্রি করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
শীতকালীন শাক-সবজির মধ্যে লাউ ২৫ টাকা, ফুলকপি ৩৫ টাকা, বাঁধা কপি ১৫ টাকা, মরিচ কেজি-প্রতি ৫০ টাকা, মিস্টি কুমড়া ২৫টাকা, মূলা ১০ টাকা, লালশাক ও কপি শাকা ১০ টাকা করে বিক্রি করছে সংগঠনটি।
ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজি কিনতে আসা মনোয়ারা বেগম বলেন, ছাত্রলীগের এ উদ্যোগের ফলে আমরা সস্তায় সবজি কিনতে পারছি। এতে আমরা খুশি। এটা চলমান থাকা উচিত। কয়েকদিন চালিয়ে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সুবিধা পাবো না। তারা প্রতিদিন সবজি বিক্রি করলে আমাদের অনেক উপকার হবে।
ছাত্রলীগ নেতা ইসতিয়াক বিন আসিফ বলেন, ‘দেশজুড়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করছে। আমরা চাই মানুষ ন্যায্যমূল্যে এবং কম দামে যেন ভোগ্যপণ্য কিনতে পারে। মানুষের দ্বারে দ্বারে এ সেবা আমরা পৌঁছে দিতে চাই। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’