চট্টগ্রামরাজনীতি

‘অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগ রাজপথে থাকবে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে টায় এ আনন্দ মিছিল ও সমাবেশ করে তারা।

মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রদক্ষিণ করে চিরাগী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. রিওয়ানের সঞ্চালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দেলোয়ার, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হায়দার আলী, মো ইয়াকুব, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর ইসলাম, ইনু, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক, সায়েম হোসেন, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণ যোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত রিকু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক তানভির, উপ গণযোগাযোগ সম্পাদক সুলভ বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ইয়াসির সদস্য মীর রাইহান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে আসবে না আসবে সেটার দায়িত্ব তাদের। শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা তরুণ প্রজন্ম আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারী যেকোনো অপশক্তিকে রুখে দিতে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা জননেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *