চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

ছেলের কোলে চড়ে ভোট দিলেন শেখ মুজিব

পুত্রের কোলে চড়ে ভোট দিয়েছে মো. শেখ মুজিব (৬৭) নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। মঙ্গলবার (২১ মে) রাঙামাটির কাপ্তাই উপজেলার কেন্দ্র চন্দ্রঘোনা কেপিএম হাই স্কুলে ভোট দিতে আসেন তিনি।

বেলা ১২টার দিকে দেখা যায়, বয়সের ভারে ন্যুয়ে পড়েননি কিন্তু বৃদ্ধ এমন ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে পাজাকোলা করে নিয়ে আসছেন এক যুবক। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই শেখ মোজাম্মেল হোসেন আমান নামের ওই যুবক বললেন, উনি তার বাবা। তিনবার ব্রেন স্ট্রোক করে বাম পাশটা প্যারালাইসড হয়ে গেছে। এতে তিনি প্রায় শয্যাশায়ী। তবে পিতার অনেক ইচ্ছা, উপজেলা নির্বাচনে ভোট দিবেন। তাই বাবার ইচ্ছাপূরণে তিনি বাবাকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছেন।

পিতার ইচ্ছা পূরণ করতে পারায় পুত্র আমানকে উৎফুল্ল দেখা যায়। তিনি বলেন, বাবার ইচ্ছাটা পূরণ করতে পেরে অনেক ভাল লাগছে। একইভাবে পুত্রের কোলে চড়ে ভোট দিতে এসে অনেক খুশি দেখা যায় মো. শেখ মুজিবও। অসুস্থতার জন্য তিনি ভালো করে কথা বলতে পারেন না। তবে তিনি ইশারায় জানিয়ে দিলেন, ভোট দিতে পেরে অনেক ভাল লাগছে তাঁর। পিতা-পুত্রের এমন সম্পর্ক সুধীমহলে বেশ প্রশংসা যুগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *