জাতীয়

জনগণের টাকার সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি অফিসকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম সোমবার (৩ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ৪৯টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।

সাক্ষাৎকালে সিএজি ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, ২টি উপযোজন হিসাব রিপোর্ট এবং ২টি আর্থিক হিসাব রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রতি বছরই বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর বৃদ্ধি পাওয়ায় সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও যথাযথভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় অডিট আপত্তি নিষ্পত্তিসহ সকল ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *