জলদস্যুদের কাছে জিম্মি জাহাজে অভিযান প্রস্তুতি, দুই দস্যু আটক এবং সর্বশেষ তথ্য
সোমালি জলদস্যুদের অপহরণের শিকার এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের পরিবারগুলো জানিয়েছে, দস্যুরা এখন যেন অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে।
গত সপ্তাহে ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি দখলে নেয়ার পর এ কয়দিন নাবিকদের পরিবারের সাথে যোগাযোগসহ ও অন্যান্য কিছু সুবিধা দিলেও গত দুই দিনে তারা সেটিও বন্ধ করে দিয়েছে।
এদিকে, জলদস্যুদের কবল থেকে জাহাজটি উদ্ধারে অভিযান পরিকল্পনার কথা শোনা গেলেও নাবিকদের সুরক্ষার কথা চিন্তা করে তাতে সায় দেয়নি বাংলাদেশ।
এরআগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমভি আব্দুল্লাহ এবং জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ।
এছাড়া, রবিবার এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের সাথে অভিযুক্ত দুইজন জলদস্যুকে আটকের কথা জানিয়েছে পান্টল্যান্ড পুলিশ।