চট্টগ্রাম

জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে চসিকের সতর্কতা

নগরে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)৷

বুধবার (১৯ জুন) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে চসিক৷

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

তিনি জানান, আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী তিন দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম সিটি কপোরেশনের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা রয়েছে মর্মে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ১৯ জুনের সতর্কবাণীতে উল্লেখ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস এবং ভূমিধসের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলরদের জানিয়েছে চসিক।

চসিকের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *