আন্তর্জাতিক

জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়তে বলল হুতি

ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তাঁদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।

ইয়েমেনে জাতিসংঘের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, তারা হুতি প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন।

যুদ্ধকবলিত ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও যুক্তরাজ্যের নাগরিক।

ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *