জাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল ও আন্দোলনরত শিক্ষার্থী লিয়নসহ গ্রেপ্তারকৃত সব শিক্ষার্থীর মুক্তির দাবিতে পদযাত্রা কর্মসূচি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তারা গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে জাবির মুরাদ চত্ত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে রেজিস্ট্রার ভবন ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েতে পরিণত হয়। এ সময় শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিতু বলেন, আমাদের সারা বাংলার ছাত্র সমাজ ন্যায্য ও যৌক্তিক দাবির পক্ষে রাজপথে আছে। আমাদের সঙ্গে সরকার বিভিন্ন প্রহসনমূলক ঘটনা ঘটিয়ে আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করার জন্য অনেকে শিক্ষার্থীদের ইতিমধ্যে নিহত করেছে। নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এর পেছনে যারা জড়িত তাদের তাদের আইনের আওতায় এনে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সেজন্য আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, সারা বাংলাদেশের সকল পেশাজীবী মানুষদেরকে আমাদের ছাত্র আন্দোলনে সংহতি জানানোর জন্য মার্চ ফর জাস্টিস নামে আমরা একটি কর্মসূচি রেখেছি। আমাদের সব দাবি যেন মেনে নেওয়া হয় সেজন্য আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে জাবি শিক্ষকগণও গণস্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকের একাংশ।