চট্টগ্রাম

জামালখানে বন্যার্ত মানুষদের জন্য একদিনে ৮৩ হাজার টাকা সংগ্রহ

ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বন্যাকবলিতদের জন্য নগরীর জামালখান এলাকায় ত্রাণ সংগ্রহ করছেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার একদিনে শুকনো খাবার, চাল-ডাল, কাপড়সহ নগদ ৮৩ হাজার টাকা সংগ্রহ করেছেন চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রাফিন ইকবাল বলেন, আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষ জামালখান মোড় নতুন যাত্রী ছাউনির সামনে এসে সরাসরি শুকনো খাবারসহ বিভিন্নরকম ত্রাণ দিচ্ছেন। জামালখানে আমরা গণ-ত্রাণ সংগ্রহ কর্মসূচির একটি ব্যানার লাগিয়েছি। শিক্ষার্থীদের প্রায় ৫টি টিম জামালখানসহ নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, সাবেরিয়া, কাজির দেউড়ি এলাকায় টাকা তোলে। এ সময় পাঁচটি টিম ৮৩ হাজার টাকা তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *