খেলা

জার্সি বানাতে লাখ টাকার দুর্নীতির কথা বলছেন সোহান

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর নানারকম দুর্নীতি নিয়ে মুখ খুলছেন অনেকে। ক্রীড়াঙ্গন নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে।

কেউ কেউ বলছেন সবকিছু পরিবর্তনের কথা।

কোটা সংস্কার আন্দোলনের সময় সরব ছিলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার এবার মুখ খুলেছেন বিসিবিতে হওয়া দুর্নীতি নিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন সোহান, ছিলেন অধিনায়কও। তিনি বলছেন, জার্সিতেও দুর্নীতি হতো লাখ টাকার।

রোববার মিরপুরে সোহান বলেন, ‘আমি যখন খেলেছি, বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় তিন লাখ টাকা। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু আমি অধিনায়ক ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকার মতো দিয়ে। ’

‘এটা পরার মতো না। প্রথম শ্রেণিতে যদি এরকম হয় তিন লাখ টাকা বাজেটের ভেতরে ৮০ হাজার দিয়ে জার্সি বানাইছেন। বাকি টাকার কোনো হিসাব নাই। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। ’

এখন বিসিবিতে সংস্কারের দাবি তুলছেন অনেকে। আলাপ আছে বিসিবিতে নতুন সংগঠকদের আসারও। সোহানের চাওয়া, ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কেউ না আসেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, ক্রীড়াঙ্গনে আছে। কিন্তু এমন মানুষের আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে ব্যবসা করতে চায়। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে, তাদের ক্রিকেটে আসার দরকার নাই। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *