আইন-আদালতচট্টগ্রাম

জালিয়াতি করে অর্থ আত্মসাত, এনসিসি ব্যাংক কর্মকর্তার ৯ বছরের জেল

জালিয়াতি করে ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের এক কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল আহাদ চৌধুরী। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার বন্ধুয়া দৌলতপুর এলাকার সাদেক চৌধুরীর ছেলে। এনসিসি ব্যাংক চট্টগ্রামের কদমতলী শাখার সাবেক সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারিতে ওই ব্যাংকের হিসাবে গরমিল দেখা হয়। অবৈধভাবে ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে নিজের, বোনের ও মায়ের ব্যাংক হিসাবে ভুয়া জমা দেখিয়ে টাকাগুলো তুলে নিতেন আহাদ চৌধুরী। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় অডিট করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। মোট ২ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের কথা তিনি স্বীকার করেন। ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা ফেরত না দেওয়ায় মামলা হয়।

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী বলেন, আদালত আসামিকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *