চট্টগ্রাম

‘জীবনের শেষ ভোট দিতে এসেছি’

বয়স! বয়স তো টালোদ্ধা অইয়্যি, যেবুগর অত্ত হইয়্যি, জীবনর শেষ ভোট দিতামাইস্সি, বিয়ারামে ধরি গেইয়ি যে হঅন সমত যেয়ুমগই। নাতিয়ে রিক্সাত গরি লইয়াইস্সে, রিক্সাত গরি যেয়ুমগুই। (বয়স! বয়স তো অনেক হয়েছে, যাওয়ার সময় হয়ে গেছে জীবনের শেষ ভোট দিতে আসলাম, অসুস্থ হয়ে গেছি যেকোনো সময় চলে যাবো)

বুধবার (২৯ মে) বেলা ১২টার দিকে উপজেলার বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ৯০ বছর বয়সী ওই এলাকার বাসিন্দা মনু খাতুন ভাঙা ভাঙা কণ্ঠে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১৪৯ টি।

বৈরাগ মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আশি বছর পেরিয়ে যাওয়া আমেনা খাতুন জানান, অনেক বছর ভোট কেন্দ্রে আসেনি, শেষ ভোট মনে করে এবার ভোট দিতে শখ জেগেছিলো। তিনটা সিল মেরেছি আমি। আমার শেষ ইচ্ছে পূরণ হলো।

এই কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ৪৬৪৯টি। যার মধ্যে উত্তর বন্দর ৩৮৮৫ভোট ও সিইউএফএল হাউজিং কলোনিতে ৭৬৪ ভোট।

এছাড়াও উপজেলা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটা ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করছেন। কয়েকটা কেন্দ্রে ছোটখাটো ঝামেলা হলেও দায়িত্বরত অফিসারদের হস্তক্ষেপে ভোটগ্রহণ চলমান রয়েছে।

এর আগে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *