চট্টগ্রামস্বাস্থ্য

জুনে দ্বিগুণ ডেঙ্গু রোগী

গত বছরের তুলনায় এ বছর মৌসুমের শুরুতে ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা কম ছিল। তবে দিন গড়াতেই ‘উদ্বেগ’ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গেল মে মাসের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে চলতি জুন মাসেই। এ সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এমন অবস্থায় সামনের সময়গুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তাই এখন থেকেই সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ১৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও মারা গেছেন ৩ জন। মাসওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ মাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফেব্রsয়ারিতে ২৫ জন এবং মার্চ মাসে ২৮ জন শনাক্ত হয়। মার্চে একজনের মৃত্যু হয়। এছাড়া, এপ্রিল মাসে ১৮ জন, মে মাসে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তবে এ দুই মাসে কোন মৃত্যু হয়নি বলে স্বাস্থ্য বিভাগের তথ্যে উল্লেখ করা হয়। সর্বশেষ চলতি জুন মাসের গতকাল পর্যন্ত রোগী পাওয়া গেছে ৩১ জন। যারা চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

সংশ্লিষ্টরা বলছেন, বর্ষার শুরুতেই জুন মাসে রোগী বেড়ে যাওয়ার এমন চিত্র স্থিতি থাকে, তাহলে সামনের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠবে। তাই এখনই সঠিক সময়ে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। অন্যদিকে, চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগীই শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যার কারণে তাদের শারীরিক জটিলতাও অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুতই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চলতি মাসে যেভাবে ডেঙ্গু রোগী বাড়ছে, তাতে এ বছর ডেঙ্গু ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে শুরুতেই যদি সচেতন হওয়া যায়, তাহলে এ থেকে বাঁচা সম্ভব হবে। তাই মশা নিধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *