জাতীয়

জেলা প্রশাসক অফিস দুর্নীতিমুক্ত রাখার পরামর্শ দুদকের

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ২৪টি মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডিসিরা।

এদিন বিকাল চারটায় ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে অধিবেশন। এ সময় তাদের নিজেদের ঘর দুর্নীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে দুদকের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, আমি তাদের (জেলা প্রশাসক) বলেছি, নিজের অফিসকে দুর্নীতিমুক্ত করেন। জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আপনার অধীনে যেসব অফিস আছে, সেখানে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন। নিজের ঘর দুর্নীতিমুক্ত করেন, তার পর অন্যান্য দুর্নীতির খোঁজখবর রাখেন। দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *