জেলের জালে এক টানে ১৭ মণ ছুরি মাছ
কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগরে এক জেলে একবার জাল ফেলে ১৭ মণ ছুরি মাছ ধরেছেন।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরী জানান, এদিন সকালে জাল নিয়ে সাগরে মাছ ধরতে যান তিনি।
জালে একসঙ্গে ধরা পড়ে বিপুল পরিমান ছুরি মাছ। বিকেলে বাহারছড়ার হলবনিয়া সমুদ্রসৈকতে মাছগুলো দিয়ে পাঁচটি স্তূপ করা হয়। সেখানে মোট ১৭ মণ মাছ পাওয়া যায়, যা তিন লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা যৌথভাবে ১৭ মণ ছুরি মাছ তিন লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন।