চট্টগ্রাম

জোয়ারে ডুবল কালুরঘাট বেইলি ব্রিজ, চরম ভোগান্তি নদী পারাপারে

পূর্ব কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজ জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

শনিবার (২৫ মে) দুপুরে কর্ণফুলীর নদীর জোয়ারের পানিতে ফেরিঘাটের বেইলি ব্রিজ প্লাবিত হয়। এতে ফেরিতে উঠানামায় দুর্ভোগের সৃষ্টি হয়।

এ সময় পানি মাড়িয়ে হেঁটে বেইলি ব্রিজ পার হতে হয় লোকজনকে। চালকদেরও পানির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে ফেরিতে উঠানামা করতে হয়।

গাড়ি চালক আবদুল জব্বার বলেন, বেইলি ব্রিজ পার হওয়ার সময় পানির কারণে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। দুই তিনজনে তা ঠেলে পাড়ে এবং ফেরিতে তুলে হচ্ছে গাড়ি।

ফেরিতে নদী পারাকারীদেরও এ সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা আবু ছালেক বলেন, জুতো খুলে, পরনে প্যান্ট তুলে ফেরিতে উঠতে হয়েছে। একের পর এক সমস্যা লেগেই আছে ফেরিঘাটে। এ ভোগান্তির যেন শেষ নেই।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেরিঘাট প্লাবিত ছিলো। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষজনকে দুর্দশার শিকার হতে হয়।

গত বছর কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য বন্ধ ঘোষণা করলে ওই বছরের ১ আগস্ট ফেরি সার্ভিস চালু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফেরি চালুর প্রথম দিনেই বেইলি ব্রিজ জোয়ারের পানিতে ডুবে যায়। এতে ভোগান্তি চরমে পৌঁছে নদী পারাপারকারীদের।

এনিয়ে ফেরিঘাট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্তে নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *