চট্টগ্রাম

জ্ঞানের তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জ্ঞানের পরম তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না। জ্ঞানার্জন ছাড়া সমাজ অন্ধকারে ঢেকে থাকে।

শনিবার (২ জুন) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারুণ্যের সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী মো. মছরুর হোসেনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

তিনি বলেন, শুধু পড়া লেখা করলে হবে না। তার সাথে সাথে মানবতা সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। সংস্কৃতি অনুরাগী হতে হবে। যার ফলে মানুষ সমাজের কাজ আসে। সমাজকে উন্নতির দিকে নিয়ে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার পশ্চিম নিহাদ আদনান তাইয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য দোস মোহাম্মদ, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, শাহজালাল ইসলামী ব্যাংকের এভিপি এটিএম কামরুদ্দিন মোহাম্মদ তাহের, ২৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *