খেলা

টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানান্দু হাসারাঙ্গা।

সোমবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সাতজন ব্যাটার ও চারজন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে লঙ্কানরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা মাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। খেলছেন কেবল কেশব মহারাজ। প্রোটিয়াদের হয়ে আজ বিশ্বকাপে অভিষেক হচ্ছে ওটেনিল বার্টম্যানের। তিনি এসএ২০ তে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন।

এ দু’দল মোট ১৭ বার মুখোমুখি হয়েছে, যেখানে প্রোটিয়ারা ১২টি এবং শ্রীলঙ্কা ৫টি জিতেছে। তবে গত ৬ বছর সাতবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা আজ লড়বে ৬ বছরের হারের বৃত্ত ভাঙতে।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুউজ, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, ওটেনিল বার্টম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *