টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস করেছে দুই দল।
টস জিতে আগে ফিল্ডিংয়ে নামবে নাজমুল হোসেনের দল। পাকিস্তান দুই দিন আগে এই ম্যাচের একাদশ ঘোষণা করলেও বাংলাদেশের একাদশ জানা গেল টসের পর।
চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
গত মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আঙুলে চোট পাওয়ায় খেলতে পারেননি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরেছেন তিনি। তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান দলে রয়েছেন চারজন পেসার।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার). মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।