খেলা

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে টস নিয়ে ব্যাপক আগ্রহ ছিল ক্রিকেট ভক্তদের। অবশেষে সেটি হয়েও গেল।

আর এই ম্যাচে টস ভাগ্য সহায় হল বাবর আজমের। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেন নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

মাঠে টসের আগেও বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টি বন্ধ থাকলেও ম্যাচের মধ্যে আবারো আঘাত হানতে পারে বৃষ্টি। ম্যাচটি শুরু হবে কিছুক্ষণ পর।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। আজম খানের জায়গায় একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম।আইরিশদের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা ভারত অপরিবর্তিত একাদশই রেখেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এপর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ভারতের ৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১টিতে।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ/আবরার আহমেদ, নাসিম শাহ।

ভারতের একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *