আনোয়ারাচট্টগ্রাম

টানেলের মুখে বেপরোয়া গাড়িকে জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টানেলের প্রবেশ মুখে গাড়ির বেপরোয়া গতিতে গাড়ি চালানো, প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল্লাহ আল মুমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, সড়ক পরিবহন আইনে এ জরিমানা করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ।অভিযানে পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *